জাপানে তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৮০

ভয়াবহ তাপদাহের কবলে পড়েছে জাপান। চলতি মাসের গোড়ার দিকে শুরু হওয়া এ তাপদাহে এরইমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছে কর্তৃপক্ষ। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

noname‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়ে এরইমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ।  এদের বেশিরভাগই বয়স্ক লোকজন।

দেশটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইউশিহিডে ‍সুগা বলেন, তাপদাহ অব্যাহত রয়েছে। শিশুদের রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়া এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বুধবার জাপানের বিভিন্ন শহরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

এদিকে তীব্র তাপদাহে ব্যাপক প্রাণহানির ঘটনায় দেশজুড়ে চলমান তাপদাহকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে জাপানের আবহাওয়া দফতর। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেছেন, কোনও কোনও এলাকায় তাপমাত্রা অভাবনীয় পর্যায়ে পৌঁছেছে।

nonameগত সোমবার বৃহত্তর টোকিও অঞ্চলের শহর কুমাগাওয়ার তাপমাত্রা পৌঁছায় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। জাপানে রেকর্ড হওয়া তাপমাত্রার মধ্যে এটিই সর্বোচ্চ। মধ্য টোকিওতেও প্রথমবারের মতো ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জাপানের অর্ধেকেরও বেশি স্কুলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে সরকারের মুখপাত্র ইয়োশিদি সুগা বলেছেন, ‘জনগনকে রক্ষায় গ্রীষ্মকালীন ছুটির মেয়াদ বাড়ানো হতে পারে।’ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলতে থাকায় স্কুলশিক্ষার্থীদের জীবন রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।