যুক্তরাষ্ট্রের আপেল আমদানিতে ভারতের নতুন শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়েকটি পণ্যের ওপর নতুন করে উচ্চ হারে শুল্ক আরোপ করেছে ভারত। শনিবার ঘোষণা করা এই শুল্ক হার আগামী ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। উচ্চ শুল্ক হারের এই আমদানি পণ্যের তালিকায় রয়েছে আপেল, আখরোট ও কাজুবাদাম।noname
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ওয়াশিংটনের তরফ থেকে নতুন এই শুল্ক হার আরোপ না করার অনুরোধ জানানো হলেও দিল্লি তা প্রত্যাখান করে। এ বছরের জুনে দিল্লি এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। গত ৪ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও ওয়াশিংটনের দর কষাকষিতে দেরির পর আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নুতন শুল্ক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই বাড়ছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বৈষম্য। ২০১৬ সালে দেশদুটির দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। তবে ট্রাম্প প্রশাসন চায় ৩ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে নেমে আসুক। আর ঘাটতিতে পড়ুক ভারত। একারণে তারা বাণিজ্য বাধা দূর করতে দিল্লির ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে।