হাসপাতালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী, অবস্থা গুরুতর

হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজেপেয়ীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, তার অবস্থা গুরুতর। খবর পেয়ে শনিবার হাসপাতালে তার সঙ্গে দেখা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

nonameকিডনি ইনফেকশনসহ একাধিক সংক্রমণের কারণে গত ১১ জুন দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সার্ভিসেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি হন ভারতের এই সাবেক প্রধানমন্ত্রী। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন এই ভারতীয় রাজনীতিবিদ। এর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ তাকে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’য় ভূষিত করেছে। সূত্র: এনডিটিভি।