কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫, বিমানবন্দর বন্ধ ঘোষণা

ভারতের কেরালায় গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত কয়েক দিনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন আরও বিপুল সংখ্যক মানুষ। রানওয়ে ও পার্কিং এলাকায় পানি বেড়ে যাওয়ায় আগামী শনিবার বেলা ২টা পর্যন্ত কোচি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বিপর্যস্ত রেল যোগাযোগও। উপদ্রুত এলাকায় অনেক ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। কিছু ট্রেন চলাচল করলেও সেগুলো যথাসময়ে ছাড়ছে না।

nonameটানা বৃষ্টির ফলে অতিরিক্ত পানি বাঁধের ওপর চাপ তৈরি করায় কর্তৃপক্ষ ৩০টি জলাধার খুলে দিতে বাধ্য হয়। এর আগে সংলগ্ন এলাকার হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বাঁধ খুলে দেওয়ায় বন্যা ও ভূমিধসের কবলে পড়ে অনেক এলাকা। উদ্ভূত পরিস্থিতিতে কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করে কর্তৃপক্ষ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।