কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে কোচিং সেন্টারের সামনে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

nonameপ্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের ওই হামলায় আহত হয়েছেন আরও ৬৭ জন। হতাহতদের অধিকাংশই বয়সে তরুণ। তারা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোচিং করছিলেন।

কাবুলের পশ্চিমাঞ্চলে দাশত-ই-বারচি এলাকায় একটি কোচিং সেন্টারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটায় হামলাকারী। জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ বলেন, কোচিং সেন্টারটিতে ক্লাস চলাকালে হামলা চালানো হয়।

হামলায় আহতদের কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখনও পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এ হামলায় তাদের কোনও সংশ্লিষ্টতা নেই।