সন্তান জন্ম দিতে সাইকেলে করে হাসপাতালে মন্ত্রী

প্রথম সন্তানের জন্ম দিতে নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে হাজির হয়েছেন নিউজিল্যান্ডের একজন মন্ত্রী। জুলি জেন্টার নামের ৩৮ বছরের ওই রাজনীতিক দেশটির নারী বিষয়ক মন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘গাড়িতে যথেষ্ট জায়গা না থাকায়’ রবিবার সকালে তিনি সাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁছান।

nonameনারী বিষয়ক মন্ত্রী জুলি জেন্টার একইসঙ্গে নিউজিল্যান্ডের সহকারী পরিবহনমন্ত্রী। আগে থেকেই সাইকেল চালানোর পক্ষে প্রচারণা চালিয়ে তিনি নিজ দেশে বেশ আলোচিত।

সাইকেল নিয়ে সঙ্গীর সঙ্গে এমন একটি ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ওই ছবি পোস্ট করার পরপরই সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দেয় ছবিটি।

জুলি জেন্টার লিখেছেন, ‘এই হলো ঘটনা। আমাদের জন্যে দোয়া করবেন। আমি ও আমার সঙ্গী সাইকেল চালিয়ে এসেছি। কারণ সাপোর্ট ক্রুদের গাড়িতে যথেষ্ট জায়গা ছিল না। কিন্তু সাইকেল চালিয়ে আমার মনটা বেশ ভালোই হয়েছে।’

তার সাইকেলটি ছিল একটি ইলেকট্রিক বাইক। জুলি জেন্টার লিখেছেন, ‘বেশিরভাগ সময়ই ঢালু পথে এসেছি।’ এরপর মজা করে লিখেছেন, ‘প্রসব বেদনা উঠার জন্য গত সপ্তাহে আমার আরও বেশি সাইকেল চালানো দরকার ছিল।’

এর আগে ইন্সটাগ্রামে দেওয়া পোস্টে নিজের সন্তানসম্ভবা হওয়ার কথা জানান জুলি জেন্টার। ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘সাইকেলে এখন আরও একটা সিট লাগাতে হবে।’

গত জুন মাসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন মা হন। প্রধানমন্ত্রী থাকাকালে মা হওয়ার ঘটনা বিশ্বে এমনটা দ্বিতীয়। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে মা হন বেনজির ভুট্টো। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মা হলে তাকে টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন বেনজির ভুট্টোর সেই কন্যা বাখতাওয়ার ভুট্টো জারদারি। সূত্র: বিবিসি।