তুরস্ক-রাশিয়ার সম্পর্ক জোরালো ও গভীর হচ্ছে: পুতিন

তুরস্ক ও রাশিয়ার সম্পর্ক জোরোলো ও গভীর হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। শুক্রবার মস্কো সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাসুভলোগু ও প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এবং গোয়েন্দা প্রধান হাকান ফিদানের সঙ্গে বৈঠকের সময় একথা জানান তিনি। মধ্যপ্রাচ্যের খবর পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর এই খবর জানিয়েছে।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ প্রেসিডেন্ট
ওই বৈঠকে পুতিন বলেন, ‘তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর ও অর্থবহ হয়ে উঠছে। অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে এই সম্পর্ক আরও গভীর হয়েছে।’

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বৈঠকে পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের কথা উল্লেখ করে তাকে ‘নিয়মিত যোগাযোগ রক্ষাকারী’ হিসেবেও বর্ণনা করেন।

পুতিন বলেন, সিরিয়া সংকট সমাধানে অন্য অনেক দেশের সঙ্গে তুরস্ক ও রাশিয়া ঘনিষ্ঠভাবে কাজ করেছে। তিনি বলেন, অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট রাষ্ট্রের পাশাপাশি বিশেষ করে ইরান, জাতিসংঘ, ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্রের সহায়তায় সিরিয়ার সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করতে পারায় সবাই ধন্যবাদ জানাতে চাই।

প্রসঙ্গত, আট বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সমর্থন দিচ্ছে রাশিয়া, তুরস্ক এবং ইরান। অন্যদিকে আসাদকে ক্ষমতা থেকে সরাতে চায় যুক্তরাষ্ট্র। বিগত কয়েকমাসে সিরিয়ার অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে আসাদ সরকার। আট বছরের এই যুদ্ধের কারণে লাখ লাখ মানুষের প্রাণহানি ছাড়াও উদ্বাস্তু হয়ে পড়েছে আরও কয়েক লাখ।