কাশ্মিরে বন্দুকযুদ্ধের পর আটক ৪

ভারতশাসিত কাশ্মিরে বন্দুকযুদ্ধের পর চারজনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। ভারতের নিরাপত্তা বাহিনীর তরফে বলা হয়েছে রবিবার কাশ্মির উপত্যকার কুপওয়ারা জেলা থেকে আটককৃত চার সন্ত্রাসী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে প্রবেশে চেষ্টার সময়ে বন্দুকযুদ্ধের পর তারা আত্মসমর্পণ করে।noname
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠী আল বদর গ্রুপে সদ্য নিয়োগ পাওয়া এসব সদস্যকে ভারতে প্রবেশের চেষ্টার সময়ে ঘিরে ফেলে সেনা সদস্য ও রাজ্য পুলিশের একটি দল। তাদরে সঙ্গে বন্দুকযুদ্ধের পর আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তাতে সাড়া দেয় তারা।

বিবৃতিতে জানানো হয়েছে, চারজন আত্মসমর্পণ করলেও ভারী বন্দুকযুদ্ধের পর রাজধানী শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরের হান্দাওয়ারা এলাকা থেকে পালিয়ে যায় অপর তিনজন।

বিবৃতিতে বলা হয়, তিন পর্যটকের সঙ্গে আল বদরের নতুন নিয়োগ পাওয়া চার সন্ত্রাসী পরিকল্পিত অনুপ্রবেশের চেষ্টা করছে এমন বিশ্বস্ত খবর পেয়ে পুলিশের প্রতিরোধ অভিযানে যোগ দেয় সেনা সদস্যরা। তাদের সফলভাবে ফাঁদে ফেলা হয় বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

সংক্ষিপ্ত সময় বন্দুকযুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলা হয় এবং সন্ত্রাসীদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে আটককৃতরা যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। এথেকে ধারণা করা হয় তারা মারাত্মক হামলার প্রস্তুতি নিয়েছিল।

প্রসঙ্গত, কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামিকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদিন সবচেয়ে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।