পশ্চিমবঙ্গে ৫ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের পশ্চিমবঙ্গ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামসহ রাজ্যের নানা এলাকায় কম্পন অনুভূত হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.০। কম্পনের উপকেন্দ্র ছিল হুগলি জেলায়। কলকাতা থেকে এর দূরত্ব ছিল মাত্র ৭০ কিলোমিটার। ভূপৃষ্ঠের থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র।

ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত লোকজন দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়েন। রাস্তায় নেমে আসেন বহু মানুষ। তবে তাৎক্ষণিকভাবে কম্পনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সূত্র: জি নিউজ।