ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার রেকর্ড দরপতন অব্যাহত

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা ডলারের দরপতন অব্যাহত রয়েছে। বুধবার রেকর্ড পরিমাণ দরপতনের পর বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত রয়েছে। বুধবার দর ওঠানামায় প্রতিটি মার্কিন ডলার ৭০ দশমিক ৭৭ পয়সা বিক্রিতে শেষ হলেও বৃহস্পতিবার বিক্রি শুরুই হয়েছে তার চেয়েও ২৭ শতাংশ বা ১৮ পয়সা কম দামে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল নয়টা ২৯ মিনিটে বাজার শুরুর সময়ে ডলার বিক্রি হয়েছে ৭০ দশমিক ৬৮ রুপিতে।noname
গত ১৩ আগস্টের পর একদিনে ডলারের বিপরীতে রুপির সর্বোচ্চ দরপতন ঘটে গত বুধবার।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে রুপির বিপরীতে ডলারের দাম বাড়ছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে ভারতের বাজেট ঘাটতি ৩ দশমিব ৩ শতাংশ হতে পারে এমন খবরে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়লে এর আগে রুপির দাম ৭০ দশমিক ৬৫ শতাংশ পর্যন্ত নেমে যায়।