নেপালের সেই বিমানবন্দরে ছিটকে পড়লো যাত্রীবাহী বিমান

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। ১ সেপ্টেম্বর রাতে বিমানবন্দরে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। এতে আহত হন পাঁচ যাত্রী। ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

nonameপ্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার শিকার বিমানটি ছিল অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি বেসরকারি এয়ারলাইন্সের। ২১ জন যাত্রী নিয়ে রাতের বেলায় অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় কিছু সময়ের জন্য রানওয়ে বন্ধ করে দেওয়া হয়।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক রাজকুমার ছেত্রী জানিয়েছেন, এ ঘটনায় পাঁচ যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে বাকিরা অক্ষত রয়েছেন।

উল্লেখ্য, নেপালের পাহাড়ঘেঁষা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলোর একটি বলে মনে করা হয়। গত মার্চে এই বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৫১ আরোহীর প্রাণহানি ঘটে। সূত্র: এনডিটিভি।