দক্ষিণ চীন সাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজ নিয়ে ক্ষুব্ধ চীন

ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ গত মাসে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের পাশ দিয়ে গেছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছে চীন। ব্রিটিশ যুদ্ধজাহাজ উস্কানি দিয়েছে দাবি করে বৃহস্পতিবার চীন জানিয়েছে তারা শক্ত অভিযোগ দায়ের করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এইচএমএস আলবিয়ন নামে ২২ হাজার টনের যুদ্ধজাহাজটি প্যারাসেল দ্বীপপুঞ্জ অতিক্রমের সময় নৌচলাচলের স্বাধীনতা রক্ষা করেছে।ব্রিটিশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস আলবিয়ন
গত মাসে ব্রিটিশ জাহাজটি ভিয়েতনামের হো চি মিন বন্দরের উদ্দেশ্যে যাওয়ার সময় দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জ অতিক্রম করে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ব্রিটিশ যুদ্ধজাহাজটি ওই এলাকা অতিক্রম করার সময়ে বেউজিং একটি নৌজাহাজ ও দুটি হেলিকপ্টার পাঠায়। তবে মুখোমুকি হয়েও সেগুলো শান্ত থাকে। আরেকটি সূত্র জানায় আলবিয়ন প্যারাসেল দ্বীপপুঞ্জ অতিক্রমের সময় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ১২ নটিক্যাল মাইল দূর দিয়েই চলে যায়।

প্যারাসেল দ্বীপপুঞ্জের সবগুলোই নিজেদের বলে দাবি করে চীন। তবে এর ওপর ভিয়েতনাম ও তাইওয়ানেরও দাবি রয়েছে।

রয়টার্সকে পাঠানো এক ফ্যাক্সবার্তায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ব্রিটিশ যুদ্ধজাহাজটি গত ৩১ আগস্ট অনুমতি ছাড়াই চীনের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করে আর চীনের নৌবাহিনী তাদের ওই এলাকা ছেড়ে যেতে সতর্ক করে দেয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ যুদ্ধজাহাজটির কার্যক্রম চীন ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চীনের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করেছে। চীন এর কঠোর বিরোধিতা করছে আর সংশ্লিষ্ট প্রতিনিধিরা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে তীব্র অসন্তোষের কথা জানিয়ে অভিযোগ দায়ের করছে।

এদিকে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, এইচএমএস আলবিয়ন আন্তর্জাতিক আইন ও নীতি মেনে তার নৌচলাচলের স্বাধীনতার অধিকার রক্ষা করেছে।