জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০১ জন। নিখোঁজ রয়েছেন দুইজন। এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছেন পাঁচ হাজার ৭৮৮ জন। শনিবার দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতর এ তথ্য দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

Japanদুর্গত এলাকার বিদ্যুৎ সরবরাহ ও পরিবহন ব্যবস্থা এখনও শতভাগ স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব হয়নি।

হোকাইদোর বিদ্যুৎ কোম্পানির একজন দায়িত্বশীল জানান, বর্তমানে এ অঞ্চলের ৯৯ শতাংশ বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হয়েছে। তবে এখনও প্রায় দুই হাজার পরিবার বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে রয়েছে।

মূলত গত বৃহস্পতিবারের ভূমিকম্পের পর সৃষ্ট আবাসস্থলে পাহাড় ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

৬ দশমিক ৬০ মাত্রার ওই ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে বুলডোজার, স্নিফার কুকুর ও ৭৫টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। রবিবার উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।