ভেনেজুয়েলার সামরিক কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক যুক্তরাষ্ট্রের

একাধিক অভ্যুত্থান পরিকল্পনা নিয়ে ভেনেজুয়েলার বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। উভয় দেশের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

nonameপ্রতিবেদনে বলা হয়, ২০১৭ ও ২০১৮ সালে তৃতীয় দেশে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ভেনেজুয়েলার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কাছে সরঞ্জাম ও প্রযুক্তিগত সমর্থন কামনা করেন। যেন এ সমর্থনের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়। তবে শেষ পর্যন্ত এতে চূড়ান্তভাবে মার্কিন সমর্থন মেলেনি।

এক পর্যায়ে অভ্যুত্থান পরিকল্পনার সঙ্গে যুক্ত ভেনেজুয়েলার বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতারের পর ওই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়।

দ্য নিউ ইয়র্ক টাইমসে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস। রবিবার হোয়াইট হাউসের এক বার্তায় বলা হয়, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অবস্থান গণতন্ত্রের পক্ষে। দেশটির জন্য ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল গণতন্ত্রে’ প্রত্যাবর্তন চাইছেন মার্কিন প্রেসিডেন্ট।

এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র গ্যারেট মার্কিস। তিনি বলেন, শান্তিপূর্ণ সুশৃঙ্খল গণতন্ত্রে ভেনেজুয়েলার প্রত্যাবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিগত পছন্দের কোনও পরিবর্তন হয়নি। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস, পলিটিকো।