ভারতে ভূমিকম্পের সময় তড়িঘড়ি করে নামতে গিয়ে একজনের মৃত্যু

ভারতের শিলিগুড়িতে বুধবার (১২ সেপ্টেম্বর) ভূমিকম্প অনুভূত হওয়ার সময় আতঙ্কে বহুতল থেকে নামতে তড়িঘড়ি করে নামার সময় পড়ে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। মৃতের নাম সম্রাট দাস (২২)। বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের মধ্য শান্তিনগরের বউবাজার এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

আসামের কোকরাঝাড়ে ভূমিকম্পের উৎপত্তি
বুধবার ভারতের স্থানীয় সময় সকাল দশটা বিশ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে শিলিগুড়িসহ বিভিন্ন জেলা। ভূমিকম্পের কেন্দ্রস্থল আসামের কোকরাঝার জেলা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। এদিন সকালে নিজের ঘরেই ছিলেন সম্রাট। ভূমিকম্প শুরু হতেই নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন, এবং তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলেজ পাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় সেবক রোডর অন্য একটি নার্সিংহোমে। সেখানে নিয়ে যাওয়ার সময়ে পথেই মৃত্যু হয় তার। নার্সিং হোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

জানা গেছে, মুর্শিদাবাদের একটি বেসরকারি বিএড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। বাড়িতে মা-বাবা ছাড়াও দাদা এবং বৌদি রয়েছেন। মৃতের পরিবারের সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুদিন আগেই ছুটিতে বাড়িতে এসেছিলেন ওই তরুণ। পূজা শেষ হওয়ার পর ফেরার কথা ছিল তার।