এবার চীনে আঘাত হানলো ম্যাংখুত, ফিলিপাইনে প্রাণহানি বেড়ে ৪৯

ফিলিপাইন ও হংকং-এ তাণ্ডব চালানোর পর এবার চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ম্যাংখুত। রবিবার (১৬ সেপ্টেম্বর) ঘণ্টায় ১০০ মাইল (১৬২ কিলোমিটার) বেগে চীনের সবচেয়ে জনবহুল প্রদেশ গুয়াংডং-এ আছড়ে পড়েছে শক্তিশালী ঝড়টি। এদিকে ম্যাংখুতের কারণে ফিলিপাইনে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এদের বেশিরভাগেরই প্রাণহানি হয়েছে ভারী বর্ষণের পর সৃষ্ট ভূমিধসে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ম্যাংখুত এবার চীনের গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছে
রবিবার (১৬ সেপ্টেম্বর) ম্যাংখুত আঘাত হানার আগে সর্বোচ্চ সতর্কতা জারি করে চীনের গুয়াংডং কর্তৃপক্ষ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় লাখো মানুষকে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি জানায়, স্থানীয় সময় রবিবার দুপুরের পর জিয়াংমেন শহরের কাছের উপকূলে ম্যাংখুত আঘাত হানে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ মাইল। এর আগে রবিবার সকালে হংকংয়ে ওপর দিয়ে বয়ে যায় ঝড়টি। হংকং কর্তৃপক্ষও আগাম সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল। ম্যাংখুতের কারণে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হয়েছে। আহত হয়েছে ১১১ জন। ঘূর্ণিঝড় ম্যাংখুতকে কেন্দ্র করে হংকংয়ের বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। বাতিল করা হয়, ৫৪৩টি ফ্লাইট। দুর্ভোগে পড়েন প্রায় ১ লাখ ভ্রমণকারী।

টাইফুন ম্যাংখুত সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ফিলিপাইনে। শনিবার (১৫ সেপ্টেম্বর) ফিলিপাইনে আঘাত হানে শক্তিশালী ঝড়টি। এরইমধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।