মারা গেলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং মারা গেছেন। গুরুতর অসুস্থতায় ভোগার পর শুক্রবার ৬১ বছর বয়সে তিনি মারা যান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা নিশ্চিত করেছে।

_103523263_mediaitem103523260ভিয়েতনামের সরকারি বার্তা সংস্থার পরিবেশিত খবরে বলা হয়, ‘প্রেসিডেন্ট ত্রান দাই ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ৫ মিনিটে সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

২০১৬ সাল থেকে দায়িত্বপালন করছিলেন ত্রান দাই। এর আগে জননিরাপত্তা মন্ত্রী ছিলেন তিনি।

সংবাদমাধ্যমগুলো জানায়, কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন প্রেসিডেন্ট। দেশে ও বিদেশে তার চিকিৎসা চলছিলো।

চলতি বছর ৪ মার্চ তিনদিনের সফরে বাংলাদেশে আসেন ত্রান। ৫ মার্চ সকাল ৮টার দিকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। গত ১৪ বছরে এটিই ছিল ভিয়েতনামের কোনও প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। সফরে কয়েকটি চুক্তিও হয় দুই দেশের মধ্যে।