চার হাজারের বেশি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে চীন

চার হাজারেরও বেশি ওয়েবসাইট এবং অনলাইন অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে চীন। কর্তৃপক্ষ বলছে, ‘ক্ষতিকর’ অনলাইন তথ্যের বিরুদ্ধে গত তিন মাসের প্রচারণায় এগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবে দেশটির অনলাইন অ্যাক্টিভিস্টদের বহু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে।

nonameকর্তৃপক্ষের দাবি, বন্ধ করে দেওয়া ওয়েবসাইট ও অ্যাকাউন্টগুলোর মাধ্যমে জুয়া, অশ্লীলতা ও গুজব ছড়ানো হয়েছে। আর এসব বন্ধে গত মে মাস থেকে প্রচারণায় নামে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার পাশাপাশি দেড় লক্ষাধিক ক্ষতিকর তথ্য মুছে ফেলা হয়েছে।

চীনে এমনিতেই ইন্টারনেট ব্যাপকভাবে নিয়ন্ত্রিত। এর মধ্যে হাজার হাজার ওয়েবসাইট ও অ্যাকাউন্ট বন্ধের ঘটনায় সমালোচকরা বলছেন, ইন্টারনেটের ওপর নজরদারি বজায় রাখতেই এমন পদক্ষেপ নিয়েছে বেইজিং। সূত্র: রয়টার্স।