ভারতে সাংবিধানিক বৈধতা পেল ‘আধার’ আইডি কার্ড

ভারতে বিতর্কিত বায়োমেট্রিক পরিচয়পত্রের পক্ষে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানায়, এই ধরনের আইডি কার্ড সাংবিধানিকভাবে বৈধ এবং কোনরকম গোপনীয়তার অধিকার ক্ষুন্ন করে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_103585923_aadhaar3

ভারত সরকারের আধার পরিকল্পনার বিরুদ্ধে আদালতে পিটিশন করেন প্রায় ৩০ জন ব্যক্তি। তারা যুক্তি দেখান, এতে নাগরিকের গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়। আধার গঠন করা হয়েছে বায়োমেট্রিক পদ্ধতির ভিত্তিতে। বুড়ো আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যানের মাধ্যমে। যা কখনওই বাধ্যতামূলক হতে পারে না।আধার কার্ডের যে বিশাল তথ্যপঞ্জি রয়েছে, তা নিয়ে পুনরায় চিন্তাভাবনা করা যায় বলে জানিয়েছিলেন পিটিশনকারীরা।  

আধারের পক্ষে রায় দিলেও এর ব্যবহারে সীমিত করেছে আদালত। ব্যাংক একাউন্ট, মোবাইল সংযোগ কিংবা স্কুলে ভর্তির ক্ষেত্রে এই কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা যাবে না।     

এই আইডি কার্ডের প্রকল্পই বিশ্বের সবচেয়ে বড় বায়োমেট্রিক ডাটাবেজ। ১০০ কোটিরও বেশি ভারতীয় এই কার্ড তৈরি করেছে। পরিচয়পত্রের ক্ষেত্রে ভারতে সাড়ে ছয় কোটি মানুষ পাসপোর্ট ব্যবহার করে ও ২০ কোটি ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে।

আধারের ক্ষেত্রে প্রত্যেকে ১২ অংকের একটি পরিচয়পত্র নম্বর পায়। এরজন্য তাদের আঙুলের ছাপ ও রেটিনা স্ক্যান করতে হয়। কিন্তু গোপনীয়তা ক্ষুন্ন হতে পারে এমন অভিযোগতুলে ৩০ জন ব্যক্তি এর বিরোধিতা করে পিটিশন দাখিল করেছিল। সেই মর্মেই বুধবার রায় দিলো দেশটির সর্বোচ্চ আদালত।