কিমের সঙ্গে বৈঠক শেষে সিউলে পম্পেও

চতুর্থ বারের মতো উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছেন বলে জানিয়ে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস। সেখানে ফিরে টুইটারে পম্পেও লিখেছেন, ‘চেয়ারম্যান কিমের সঙ্গে সাক্ষাতে পিয়ংইয়ংয়ে ভালো সফর করেছি। সিঙ্গাপুর সম্মেলনে করা চুক্তির অগ্রগতি অব্যাহত রাখবো আমরা। আমি এবং আমার দলকে আতিথেয়তার জন্য ধন্যবাদ’। এর আগে জাপানের টোকিও থেকে বিমানের দরজায় দাঁড়েয়ে তোলা ছবি টুইটারে পোস্ট করে পরমাণু নিরস্ত্রীকরণ এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।noname

গত জুনে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন। ওই বৈঠকে তারা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সম্মত হন। সম্প্রতি দ্বিতীয় দফা বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়ে ট্রাম্পকে চিঠি লিখেছেন কিম। ওই চিঠির পর কিমের সঙ্গে সাক্ষাৎ এবং এই অঞ্চলের সংশ্লিষ্ট দেশগুলো সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও।

রবিবার জাপানের রাজধানী টোকিও থেকে উত্তর কোরিয়ায় যান পম্পেও।   জাপানের টোকিওতে যুক্তরাষ্ট্রের সরকারি বিমানের দরজায় দাঁড়িয়ে হাত নাড়াতে থাকা একটি ছবি প্রকাশ তিনি টুইটারে লেখেন, পরবর্তী গন্তব্য চেয়ারম্যান কিমের সঙ্গে সাক্ষাত এবং সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ও কিমের মধ্যকার প্রতিশ্রুতি পূর্ণ করার কাজ চালু রাখতে পিয়ংইয়ং।

সম্প্রতি শেষ হওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের পার্শ্ববৈঠকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়োং পম্পেওকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান হয়। শনিবার টোকিও থেকে নিজের সফর শুরু করেন পম্পেও। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠক শেষে তিনি রবিবার পিয়ংইয়ং পৌঁছান। কিমের সঙ্গে সাক্ষাৎ শেসে সিউলে পৌঁছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। সেখান থেকে বেইজিং সফর করবেন পম্পেও। তবে সেখানে কার সঙ্গে বৈঠক হবে তা জানা যায়নি।

গত জুনে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দফা চিঠি চালাচালি করেছেন। সম্প্রতি সমর্থকদের এক সমাবেশে ট্রাম্প বলেছেন তারা একে অপরের প্রেমে পড়েছেন।