মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত হচ্ছে মালয়েশিয়ায়

মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। পার্লামেন্টের পরবর্তী অধিবেশনেই এ সংক্রান্ত বিল নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বর্তমানে মালয়েশিয়ায় মাদক পাচার ও হত্যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

malaysia-parliament-building

বৃহস্পতিবার দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিং দেও বলেন, ‘মন্ত্রিসভা মৃত্যুদণ্ড বাতিলে সম্মত হয়েছে। খুব শিগগিরই আইন সংশোধন করা হবে।’   তিনি জানান, কাগজপত্র সব চূড়ান্ত পর্যায় আছে। অ্যাটর্নি জেনারেলও জানিয়েছে যে এখন বিলটি উত্থাপনের জন্য প্রস্তুত। মন্ত্রী বলেন, যেহেতু আমরা মৃত্যুদণ্ড বাতিল করতে যাচ্ছি। তাই অপেক্ষায় থাকা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের সাজা দেওয় হবে না। আমরা পারডন বোর্ডকে তাদের কাছে জমা পরা আবেদন নিয়ে পর্যালোচনার করার জন্য জানাবো।

আগামী সোমবার পার্লামেন্টের পরবর্তী অধিবেশন বসার কথা রয়েছে। মন্ত্রিসভার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।