ভারতের পূর্বাঞ্চলে পাহাড়ধসে ১২ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িষায় ঘূর্ণিঝড় তিতলির আঘাতে সৃষ্ট পাহাড় ধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার জন। শনিবার দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

12-feared-dead-in-india-cyclone-shelter-swamped-by-landslide

কর্মকর্তারা জানান, গ্রামবাসীরা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় একটি পাহাড়ের কাছে গুহায় আশ্রয় নিয়েছিল। পাহাড়ধসে তাদের ওই গুহা পাথরের নিচে চাপা পড়ে। রাজ্যের গজপতি জেলার বড়ঘড়া গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘তিতলির আঘাত থেকে বাঁচতে ২২ গ্রামবাসী একটি পাহাড়ের কাছে ওই গুহায় আশ্রয় নিয়েছিলো। ঝড়টি বৃহস্পতিবার ওই রাজ্যে আঘাত হানে। নিখোঁজ চারজনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি।

রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার বিষ্ণুপদ শেঠি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা চালানো হচ্ছে।

ঘূর্ণিঝড় তিতলি বৃহস্পতিবার ওড়িষা ও পার্শ্ববর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশে আঘাত হানে। আঘাত হানার ৩৬ ঘন্টার মধ্যে এটি দুর্বল হয়ে পড়ে।