সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় ২২ জন নিহত

সিরিয়ার পশ্চিমাঞ্চলের দেইর ইজ জোর প্রদেশের মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ২২ বেসামরিক লোক নিহত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

thumbs_b_c_f1f86138bac5fe536ad4f144a0bd1f7a

খবরে বলা হয়, শুক্রবার জুমার নামাজের সময় দেইর ইজ জোর প্রদেশের আল সুসাহ শহরের একটি মসজিদ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ১৬ জন নিহত হয়। এছাড়া হাজিন শহরের একটি ধর্মীয় প্রতিষ্ঠানে আরেকটি হামলায় আরও ৬ জন নিহত হয়।

হাজিন শহরে প্রায় কুর্দি মিলিশিয়া ও আইএসের মধ্যে সংঘর্ষ হচ্ছে। গত বুধবার থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সেখানে ৬৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। বৃহস্পতিবার আল সুসাহ শহরের আম্মার বিন ইয়াসির মসজিদে বিমান হামলায় দুই শিশুসহ ৩০ বেসামরিক মানুষ নিহত হয়।  একই শহরে বুধবারের হামলায় ১৩ জন নিহত হয়।

বর্তমানে আইএস দেইর ইজ জোর প্রদেশের হাজিন, আল সুসাহ, আল সাফাহ শহরসহ আল মুহাসান ও বু খাতের গ্রামাঞ্চল দখল করে রেখেছে। কুর্দি মিলিশিয়া এসব স্থান থেকে আইএসকে উচ্ছেদ করার জন্য অভিযান চালাচ্ছে। মার্কিন ও ফরাসি সেনাদের সহায়তায় তারা হাজিন শহরের দখল নিতে বর্তমানে অভিযান চালাচ্ছে।

দেইর ইজ জোর প্রদেশে বর্তমানে প্রায় আড়াই হাজার আইএস সদস্য রয়েছে। তাদের মধ্যে প্রায় এক হাজারই রয়েছে হাজিন শহরে।