ট্রাম্প-এরদোয়ান ফোনালাপে খাশোগি হত্যাকাণ্ডের সত্য উন্মোচনের অঙ্গীকার

অনুসন্ধানী সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, ফোনালাপে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সত্য উন্মোচনের ব্যাপারে সম্মত হয়েছেন দুই নেতা।
noname

খাশোগি নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর তার হত্যাকাণ্ড প্রশ্নে সৌদি পাবলিক প্রসিকিউটর শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করেন, স্বেচ্ছায় নির্বাসনে থাকা খাশোগিকে সৌদি আরবে ফিরিয়ে আনার জন্য সাধারণ নির্দেশনা জারি ছিল। যখন খবর আসে বিয়ের জন্য কিছু নথিপত্র নিতে ২ অক্টোবর খাশোগি ইস্তানবুল কনস্যুলেটে যাবেন, তখন জেনারেল আসিরি ১৫ সদস্যের একটি দল পাঠান এ ব্যাপারে তার সঙ্গে আলোচনা করতে। সেখানে বাদানুবাদের একপর্যায়ে খাশোগিকে বিধিবহির্ভূতভাবে খুন করে ফেলে ওই গোয়েন্দা স্কোয়াডের সদস্যরা। তবে তুরস্ক শুরু থেকেই বলে আসছে, তাদের কাছে এই হত্যাকাণ্ডের যাবতীয় তথ্য-প্রমাণ রয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে এরদোয়ানের। সেই আলোচনায় ঘটনার যাবতীয় দিক প্রকাশ্যে আনার ব্যাপারে সম্মত হয়েছেন দুই নেতা।