ব্রিস্টলে বাংলাদেশ কনস্যুলেটে পার্সপোর্ট সেবা রবিবার

 

location-2

যুক্তরাজ্যের ব্রিস্টল ও আশেপাশের এলাকায় বসবাসরত বাংলা‌দেশি ও ব্রি‌টিশ বাংলা‌দেশি‌দের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশি কনস্যুলেট। আগামী ২৮ অক্টোবার রবিবার সেখান মানুষের জন্য পাসপোর্ট সার্জারি সেবার উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যে বাংলা‌দেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্রিস্টল বাথ অ্যান্ড ও‌য়েস্ট ব্রিস্টলের বাংলা‌দেশ সেন্টা‌রে এই সেবার আয়োজন করা হয়েছে। দূতাবাসের সব সেবা সহজভাবে গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বাংলা‌দেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো‌র্শেদ আহমদ মত‌চ্ছির শুক্রবার জানান, এই সার্জারি কর্মসূচিতে বাংলাদেশিদের পাস‌পোর্ট নবায়ন, এমআরপি আবেদন, পাওয়ার অব অ্যাট‌র্নি বা আম মোক্তারনামা, নো-‌ভিসা ও জন্ম সনদসহ অন্যান্য সেবা প্রদান করা হ‌বে। রবিবার বেলা ১১টা থে‌কে এই সেবা শুরু হ‌বে। সব সেবার ফি-র অর্থ শুধুমাত্র ডে‌বিট ও ক্রে‌ডিট কা‌র্ডের মাধ্য‌মে জমা দেওয়া যাবে।