বিহারের জঙ্গল থেকে অস্ট্রেলীয় নাগরিকের মরদেহ উদ্ধার

বিহার রাজ্যে বুদ্ধ গয়ার জঙ্গলে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ৩৩ বছর বয়সী এক অস্ট্রেলীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। ওই মরদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়ার কথা জানিয়ে পুলিশ বলছে, তাতে একটি ফোন নম্বর উল্লেখ করে বোনকে মৃত্যুর সংবাদ জানানোর অনুরোধ করা ছিল। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হত্যার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এক কর্মকর্তা বলেছেন, সব অ্যাঙ্গেল থেকেই ঘটনাটি তদন্ত করে দেখবেন তারা।noname
আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র বুদ্ধ গয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও জনপ্রিয় তীর্থস্থান। বুদ্ধ গয়ার জঙ্গলে পাওয়া মরদেহটি অস্ট্রেলীয় নাগরিক হিথ অ্যালানের। তিনি সিডনির উপশহর ওয়েস্টমেড এর বাসিন্দা বলে জানিয়েছে ভারতের পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয়রা জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় গাছ থেকে মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে একটি ব্যাগ, একটি ডায়েরি ও পানির বোতল পেয়েছে পুলিশ। পুলিশ বলছে, ডায়েরিতে পাওয়া ফোন নাম্বারে অস্ট্রেলিয়ার কোড রয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সব অ্যাঙ্গেল থেকেই ঘটনাটি তদন্ত করে দেখবেন তারা। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি অনুরাগ নারায়ন মাগধ মেডিক্যাল কলেজ হাসপাতাল অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে।