সিনেটে এগিয়ে রিপাবলিকান পার্টি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সর্বশেষ ফল অনুযায়ী কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এগিয়ে আছে ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টি। বিপরীতে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এগিয়ে আছে ডেমোক্র্যাটরা।

সিনেটে বর্তমানে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে ব্যবধান মাত্র দুই আসনের। উভয় দলের নিয়ন্ত্রণে থাকা আসন সংখ্যা যথাক্রমে ৫১ ও ৪৯। তবে মধ্যবর্তী নির্বাচনে যেখানে রিপাবলিকানদের নয়টি আসন ঝুঁকিতে আছে। বিপরীতে ডেমোক্র্যাটদের ঝুঁকিতে আছে ২৬টি আসন।

সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, সিনেটের ৫০টি আসনে জয় পেয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। আর ডেমোক্র্যাটদের প্রাপ্ত আসন সংখ্যা ৩৮। ফল বাকি আছে আরও ১২ আসনের। তবে উচ্চকক্ষে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে রিপাবলিকান পার্টির প্রয়োজন আর মাত্র একটি আসন। ফলে সিনেটের নিয়ন্ত্রণ লাভের মধ্য দিয়ে বিচারক নিয়োগসহ বেশ কিছু ইস্যুতে বড় ধরনের চ্যালেঞ্জ ছাড়াই সহজে পার পাবেন ট্রাম্প। সূত্র: বিবিসি, সিএনএন।