ক্যালিফোর্নিয়ার দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট ৪২ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

3f1c58a409869f18ed1f3e360ec92ca1-5be8685d7b463

গত শুক্রবার রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ঝড়ো বাতাসে উপকূলীয় এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারে।  এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন বিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন।

 দাবানলের তাণ্ডবে পাহাড়ি এলাকা প্যারাডাইজে পুড়ে গেছে ৭ হাজার ২০০ ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। এখনও অন্তত ২২৮ জন নিখোঁজ রয়েছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে বুট কাউন্টি শেরিফ কোরি হনিয়া মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান এখনও হিসেবের বাইরে অনেকে থেকে গেছে।

এই দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া নিজেদের বাড়ি থেকে পালিয়ে গেছে ৩ লাখেরও বেশি বাসিন্দা।