সলোমন দীপপুঞ্জে ৬.৫ মাত্রার ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় সলোমন দ্বীপপুঞ্জে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

91a5a5d8a120038533cfd9f95fb13c28-584a0aee4e7b5

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ১০ দশমিক ৪ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১৬৩ দশমিক ৪ ডিগ্রী পূর্ব দাঘিমাংশে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভের ৩৩ কিলোমিটার গভীরে।

বিশেষজ্ঞরা জানান, রাজধানী কিরা কিরা থেকে ১০০ মাইল দূরে ভূমিকম্পের উৎপত্তি। রাজধানীর ১১ হাজার বাসিন্দাও এই ভূমিকম্প টের পেয়েছেন।

সলোমন দীপপুঞ্জ ভূমিকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। অঞ্চলটিকে ভূ-তাত্ত্বিকভাবে ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে জীবন্ত চ্যুতি বা ফাটলযুক্ত এলাকা হওয়ায় এখানে প্রায়ই বড় ধরনের ভূকম্পন অনুভূত হয়ে থাকে রিং অব ফায়ারে বর্তমানে ৪৫২ আগ্নেয়গিরি আছে যার বেশিরভাগই সক্রিয়।

চলতি বছর জানুয়ারিতেই দীপপুঞ্জে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে।