২৪ ঘণ্টার মধ্যে কুয়েত থেকে ইসরায়েলি অ্যাকটিভিস্ট বহিষ্কার

কুয়েতে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি অ্যাকটিভিস্ট বেন টিজিয়নকে বহিষ্কার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মধ্যপ্রাচ্যের খবর পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর এই খবর জানিয়েছে।মসজিদে নববীতে রাশিয়ান বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক টিজিয়ন

কুয়েতের একটি আন্তর্জাতিক বই মেলায় গিয়েছিলেন অ্যাকটিভিস্ট ও ব্লগার বেন টিজিয়ন। ওই বই বেলায় উপস্থিত থাকার নথি ইন্সটাগ্রামে তুলে ধরেন টিজিয়ন। আর এরপরই কুয়েতের মাটিতে এক ইসরায়েলি নাগরিকের উপস্থিতি নিয়ে সমালোচনামুখর হয়ে ওঠেন দেশটির আইন প্রণেতারা।

কুয়েতের সংবাদমাধ্যম আল কাব্বাস ও আল রাই একটি সূত্রকে উদ্ধৃত করে জানায়, মার্কিন পাসপোর্ট নিয়ে কুয়েতে প্রবেশ করেন বেন টিজিয়ন। এছাড়া আন্তর্জাতিক বই মেলায় অংশ নেওয়ার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। ১৮ ঘণ্টা সেখানে কাটানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টিজিয়নকে বহিষ্কার করে বলে জানায় ওই সূত্রটি।

গত ১৪ নভেম্বর শুরু হয়েছে কুয়েতের আন্তর্জাতিক বই মেলা। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। বই মেলার একটি সেশনে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে উদযাপন করা হবে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের মতোই ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি কুয়েত।

রুশ বংশোদ্ভূত টিজিয়ন গত নভেম্বরে সৌদি আরবের মদিনার মসিজিদে নববীর অভ্যন্তর থেকে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিতর্কের ঢেউ তুলেছিলেন।