ভারতে ১৯৮৪-এর শিখবিরোধী দাঙ্গার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

১৯৮৪ সালে ভারতে শিখবিরোধী দাঙ্গার সময় হত্যাকাণ্ড সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দিল্লির আদালত। মঙ্গলবার (২০ নভেম্বর) নিরাপত্তাজনিত কারণে তিহার জেলে এ রায় পড়ে শোনানো হয়েছে।

১৯৮৪ সালে দাঙ্গা থেকে বাঁচার জন্য পালাতে গিয়ে রেল স্টেশনে শিখরা
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পরে দেশজুড়ে শুরু হয়েছিল শিখবিরোধী দাঙ্গা। সেসময় হত্যার শিকার হয় ৩ হাজার মানুষ। সেই দাঙ্গায় দুজনকে হত্যা করার অপরাধে মঙ্গলবার দুই অভিযুক্তের বিরুদ্ধে আদালত সাজা ঘোষণা করে। ৮৪ সালের ১ নভেম্বর দিল্লির মহীপালপুর অঞ্চলে খুন হয়েছিলেন হরদেব সিং ও অবতার সিং। খুনের দায়ে দোষী সাব্যস্ত যশপাল সিংকে মৃতুদণ্ড আর নরেশ শেরাওয়াতকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

দিল্লির শিখবিরোধী দাঙ্গা নিয়ে ২০১৫ সালে বিশেষ তদন্তকারী টিম গঠন করে কেন্দ্রীয় সরকার। ১৫ নভেম্বর এ দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অজয় পাণ্ডে বলেন, অভিযুক্তরা শিখ সম্প্রদায়ের মানুষকে হত্যার উদ্দেশ্যে জমায়েত করেছিল। তাদের নেতারা যে ধরনের স্লোগান দিয়েছিল, তাতেই একথা বোঝা যায়।