ক্যাসিনোকে বৈধতা দিতে যাচ্ছে মিয়ানমার

ক্যাসিনোকে বৈধতা দেওয়ার পরিকল্পনা বিবেচনা করছে মিয়ানমার। বিশেষ কিছু শর্তে সীমিত পরিসরে দেশটিতে এখনই কিছু ক্যাসিনো পরিচালিত হচ্ছে। তবে আরও বেশি পর্যটক আকর্ষণ ও কর আদায় বাড়াতে ওই আইনে পরিবর্তন আনার কথা ভাবছে দেশটির সরকার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।থাই সীমান্তবর্তী এলাকায় ক্যাসিনো নির্মাণ করছে মিয়ানমার
বিভিন্ন ধরণের জুয়া খেলার আয়োজন থাকে ক্যাসিনোতে। এ ধরণের ক্যাসিনো নির্মাণ করতে থাইল্যান্ড সীমান্তবর্তী একটি অঞ্চলে নানা উন্নয়ন কাজ চালাচ্ছে মিয়ানমার। চীনের একটি কোম্পানি ওই উন্নয়ন কাজ করছে।

আগামী বছরের শুরু থেকে থাইল্যান্ড ও মিয়ানমারকে আলাদা করা মোয়েই নদীর ওপরে দ্বিতীয় সেতু নির্মাণ করা হলে ক্যাসিনোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকান্ডে গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এর মধ্য দিয়ে দেশ দুটিতে যাতায়াতে বিশেষ সুবিধা পাবে পর্যটকেরা।

ক্যাসিনো নির্মাণকারীরা আশা করছেন ওই সেতু নির্মাণ হলে থাই পর্যটকেরা সীমান্ত অতিক্রম করে এসে তা ব্যবহার করবে। থাইল্যান্ড ও মিয়ানমারে এখনও জুয়া খেলাকে অবৈধ বলে বিবেচেনা করা হয়।