পদত্যাগ করতে পারেন হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান কর্মকর্তা বা চিফ অব স্টাফ জন কেলি পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন। এক সূত্রকে উদ্ধৃত করে তারা জানায়, ট্রাম্প ও কেলির সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে।  

হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা জন কেলিগত বছরের ২৯ জুলাই হোয়াইট হাউজের প্রধান কর্মকর্তা হিসেবে জন কেলিকে নিয়োগ দেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প। সে সময় ধারাবাহিক কিছু টুইটবার্তায় কেলির প্রশংসা করেন ট্রাম্প। তাকে ‘মহান আমেরিকান’ ও ‘মহান নেতা’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

তবে সিএনএন জানায়, ট্রাম্প ও কেলির সম্পর্ক সাম্প্রতিক সময়ে খুবই খারাপ হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র জানায়, কেলির পদত্যাগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পদত্যাগের আগ পর্যন্ত কিছু বলা সম্ভবও নয়।

হোয়াইট হাউস থেকেও এই প্রতিবেদনের ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য করা হয়নি।

গত মাসে এক সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছিল, ট্রাম্প কেলির বিকল্প চিন্তা করছেন। তখন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রধান কর্মকর্তা নিক আয়ার্সকে সম্ভাব্য প্রার্থী বলেও উল্লেখ করা হয়েছিল।