শিগগিরই হোয়াইট হাউসের চিফ অব স্টাফের পদত্যাগ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি ২০১৮ সালের শেষ দিকে পদত্যাগ করবেন। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ডোনাল্ড ট্রাম্পফিলাডেলফিয়ায় সেনাবাহিনী ও নৌবাহিনী একাডেমির মধ্যকার বার্ষিক ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার উদ্দেশে হোয়াইট হাউস ত্যাগের সময় এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, দুই একদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জন কেলির উত্তরসূরির নাম ঘোষণা করা হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কেলিকে একজন চমৎকার মানুষ হিসেবেও আখ্যায়িত করেন ট্রাম্প।

শনিবার ট্রাম্পের এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণার আগেই জন কেলির সম্ভাব্য পদত্যাগের খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। খবরে বলা হয়, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি পদত্যাগ করতে পারেন। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

২০১৭ সালের ২৯ জুলাই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে জন কেলিকে নিয়োগ দেন ট্রাম্প। সে সময় ধারাবাহিক কিছু টুইট বার্তায় কেলির প্রশংসা করেন তিনি। তাকে ‘মহান আমেরিকান’ ও ‘মহান নেতা’ হিসেবে আখ্যায়িত করেন।

সিএনএন জানিয়েছে, ট্রাম্প ও কেলির সম্পর্কে সম্প্রতি চিড় ধরেছে।

গত মাসে এক সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছিল, ট্রাম্প কেলির বিকল্প চিন্তা করছেন। তখন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রধান কর্মকর্তা নিক আয়ার্সকে এ পদের জন্য সম্ভাব্য বিকল্প হিসেবে উল্লেখ করা হয়েছিল।