রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে নির্মিত ৫০টি বাড়ি হস্তান্তর করলো ভারত

মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য ভারতের নির্মিত ৫০টি বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে দিল্লি। মঙ্গলবার (১১ ডিসেম্বর)ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও মিয়ানমারের প্রেসিডেন্ট উ উয়িন মিন্তের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর বাড়িগুলো হস্তান্তরিত হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

মঙ্গলবার মিয়া্নমারের প্রেসিডেন্ট ও ভারতের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়

মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের কবলে পড়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ ফেরাতে গত বছর মিয়ানমারের সঙ্গে উন্নয়ন প্রকল্প চুক্তি সই করে ভারত। এতে মিয়ানমারে প্রত্যাবাসিত বাস্তচ্যুত রোহিঙ্গাদের জন্য বাড়ি নির্মাণে মিয়ানমার সরকারকে সহায়তা দেওয়ার অঙ্গীকার করে দিল্লি। চুক্তি অনুযায়ী এরকম ২৫০টি বাড়ি নির্মাণের কথা। এরমধ্যে প্রথম ধাপে ৫০টি বাড়ি নির্মাণের কাজ শেষ হয়। আর মঙ্গলবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বাড়িগুলো মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার মিয়ানমার সফররত ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের দাফতরিক টুইটার অ্যাকাউন্টে এ কথা জানানো হয়। টুইটে বলা হয়, ‘মিয়ানমারের রাখাইনে উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ২৫০টি বাড়ি তৈরি করছে ভারত। প্রথম ধাপে ৫০টি বাড়ি আজ আনুষ্ঠানিকভাকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’

৫০টি বাড়ি হস্তান্তর হয়
সোমবার থেকে তিন দিনের জন্য মিয়ানমার সফর করছেন রামনাথ কোবিন্দ। এক যুগের মধ্যে এটাই ভারতের কোনও রাষ্ট্রপতির প্রথম মিয়ানমার সফর। রাখাইনে রোহিঙ্গা নিধনকে কেন্দ্র করে  বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্কের অবনতি হলেও ভারতের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক ঘনিষ্ট হয়েছে। গত তিন বছরে দেশ দুটির শীর্ষ নেতারা নিয়মিত পরস্পরের দেশ সফর করেছেন। গত বছর মিয়ানমার সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরের জানুয়ারিতে আসিয়ানের স্মারক সম্মেলনে যোগ দিতে ভারত সফর করেন অং সান সু চি। সম্প্রতি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে জানান, এসব সফরের মধ্য দিয়ে মিয়ানমারের সঙ্গে ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরালো হয়েছে।