মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন ট্রাম্পের স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিংকে। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

nonameগত বছরই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন মন্টানা থেকে নির্বাচিত এ রিপাবলিকান সিনেটর। এর দুই বছরেরও কম সময়ের মাথায় ২০১৮ সালের শেষ নাগাদ মন্ত্রিসভা ছাড়তে হচ্ছে তাকে।

ঠিক কী কারণে রায়ান জিংকে-কে দায়িত্ব ছাড়তে হচ্ছে, সুস্পষ্টভাবে তা জানাননি ট্রাম্প। তবে তার বিরুদ্ধে নিরাপত্তা ইস্যু, চার্টাড ফ্লাইট এবং একটি রিয়েল এস্টেট চুক্তি ব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে একাধিক তদন্তেরও মুখোমুখি হতে হয়েছে।

টুইটারে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, নিজের মেয়াদকালে রায়ান অনেক দায়িত্ব পালন করেছেন। আমাদের জাতির জন্য তিনি যা করেছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ দিতে চাই। আগামী সপ্তাহেই নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

এদিকে সম্প্রতি হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তার পদ ছেড়ে যাওয়া জন কেলির স্থলে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে মাইক মালভ্যানির নাম ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫১ বছর বয়সী মালভ্যানি ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার এক টুইট বার্তায় নতুন মনোনীতের নাম ঘোষণা করেন ট্রাম্প।