রুশ বলয়ের বাইরে নতুন চার্চ প্রধানের নাম ঘোষণা ইউক্রেনের প্রেসিডেন্টের

রুশ বলয়ের বাইরে নিজ দেশের জনগণের জন্য নতুন চার্চ প্রধানের নাম ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো। শনিবার তিনি নতুন চার্চ প্রধানের নাম ঘোষণা করেন। এর মধ্য দিয়ে রশিয়া থেকে নিজেকে আরও স্বতন্ত্র করে তুললো ইউক্রেন। অন্যভাবে বলা যায়, ধর্মীয় দিক থেকেও রুশ প্রভাবকে বিদায় জানালো দেশটি। ইউক্রেনের নেতারা মনে করেন, দেশের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য এই পদক্ষেপ ছিল গুরুত্বপূর্ণ।

nonameহাজারো সমর্থকের উদ্দেশে দেওয়া ভাষণে নতুন চার্চ প্রধান বেছে নেওয়ার বিষয়ে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, কিয়েভের বিশপ মেট্রোপলিটন ইপিফানি’কে ইউক্রেনের চার্চপ্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই দিনটি ইতিহাসে একটি পবিত্র দিন হিসেবে আখ্যায়িত হবে। রাশিয়া থেকে চূড়ান্ত স্বাধীনতার দিন এটি।

ইতোপূর্বে রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান ধর্মগুরুকে নিজেদের ধর্মগুরু হিসেবে মানতো ইউক্রেনের খ্রিস্টানরা। তবে গত কয়েক বছর ধরে দুই দেশের উত্তেজনার ধারাবাহিকতায় এবার রাশিয়ান অর্থোডক্স চার্চ থেকেও বেরিয়ে আসার ঘোষণা দিলো ইউক্রেন।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে পশ্চিমা দুনিয়ার রাজনৈতিক দূরত্বের পাশাপাশি ধর্মীয়ভাবেও দূরত্ব রয়েছে। এই দূরত্বকে কেন্দ্র করে খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগুরুর পদও দুই ভাগে বিভক্ত। এদের একজন রোমান ক্যাথলিক পোপ এবং অন্যজন রুশ অর্থোডক্স চার্চের প্রধান ধর্মগুরু। বিশ্বজুড়ে খ্রিস্টানদের মধ্যে রোমান ক্যাথলিক পোপের প্রভাব বেশি মনে করা হলেও রাশিয়া এবং তার প্রভাব বলয়ে থাকা দেশগুলোতে রুশ অর্থোডক্স চার্চের প্রধানই ধর্মগুরু হিসেবে বিবেচিত হন। তবে রাজনৈতিক বিরোধের জের ধরে রুশ অর্থোডক্স চার্চ থেকেও বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সূত্র: রয়টার্স।