গুলেনকে প্রত্যর্পণে কাজ করছে ওয়াশিংটন: তুরস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে বলেছেন ফেতুল্লাহ গুলেনকে প্রত্যর্পণে কাজ করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী তুর্কি নাগরিক ফেতুল্লাহ গুলেনকে ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার জন্য দায়ী করে থাকে তুরস্কের সরকার। রবিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন গত মাসে আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে ট্রাম্প এরদোয়ানকে বলেছেন তারা গুলেন ও অন্যদের প্রত্যর্পণের বিষয়ে কাজ করছে।ফেতুল্লা গুলেন
২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের পর থেকেই গুলেন প্রশ্নে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন চলেছে। এক সময়ে তুরস্কে আটক মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসনের মুক্তির বিনিময়ে গুলেনকে ফেরত চেয়ে বসেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ইস্তানবুল কনস্যুলেটে সৌদি সাংবাদিক খাশোগি খুন হওয়ার পর তুর্কি-মার্কিন টানাপোড়েন খানিক শিথিল হয়ে আসে। মুক্তি পান ব্রানসন। তবে গুলেনকে ফেরতের বিষয়ে সরাসরি কিছু বলেনি যুক্তরাষ্ট্র।

গত মাসে ট্রাম্প বলেছেন গুলেনকে ফেরত পাঠানোর কথা বিবেচনা করছেন না তিনি। তবে গত সপ্তাহে এরদোয়ান বলেছেন গুলেন সমর্থকদের বাইরের অর্থায়ন বন্ধ করতে নতুন পদক্ষেপ নেবে তুরস্ক।

রবিবার দোহায় এক সংবাদ সম্মেলনে কাভুসোগলু বলেন, সম্প্রতি আমি এফবিআই এর বিশ্বাসযোগ্য প্রমাণ দেখেছি যে কিভাবে গুলেনের সংস্থা বাইরে কর ফাঁকি দিচ্ছে।

প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ফেতুল্লাহ গুলেন। এরদোয়ানের এক সময়ের মিত্র গুলেনকে ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার জন্য দায়ী করে থাকে তুর্কি কর্তৃপক্ষ। তবে ওই অভ্যুত্থানে জড়িত থাকার দায় অস্বীকার করে আসছেন তিনি।