বেইজিংয়ের বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বিস্ফোরণে ৩ শিক্ষার্থী নিহত

চীনের বেইজিং বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবে বিস্ফোরণে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় বেইজিংয়ের জিয়ায়োতং বিশ্ববিদ্যালয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এক টুইটার বার্তায় বেইজিংয়ের অগ্নি নির্বাপন বিভাগ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রকৌশল পরীক্ষাগারের বর্জ্যপানি ব্যবস্থাপনা বিভাগে একটি পরীক্ষার সময়ে বিস্ফোরণ ঘটে।noname

বেইজিংয়ের অগ্নি নির্বাপন বিভাগ বলেছে, ‘একটি পরীক্ষাগারে বৈজ্ঞানিক পরীক্ষার সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে’। অনলাইনে পোস্ট করা ওই ঘটনার ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনথেকে আগুনের শিখা ও প্রচুর ধোঁয়া নির্গত হতে দেখা গেছে।

অগ্নি নির্বাপণ বিভাগের ৩০টি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।