ট্রাম্পকে সমঝোতার বার্তা কিমের

স্থগিত পরমাণু আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমঝোতার বার্তা দিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুক্রবার অনির্ধারিত চ্যানেলের মাধ্যমে কিমের ‘চিঠির মতো’ বার্তাটি ট্রাম্পকে পৌঁছে দেওয়া হয়। কূটনীতিক সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যম চোসুন ইলবো।

প্রতিবেদনে ট্রাম্পকে পাঠানো কিমের বার্তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে এতে বলা হয়েছে, ওই বার্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এবং এর ভাষা ছিল বন্ধুত্বপূর্ণ বা সমঝোতামূলক।

এর আগে এ মাসের মাঝামাঝি সময়ে পরমাণু নিরস্ত্রীকরণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল উত্তর কোরিয়া। ট্রাম্প প্রশাসন নতুন করে দেশটির তিন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরপরই পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে তখন এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল। এখন দৃশ্যত সেই অবস্থান থেকে সরে এসেছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগী চীন। গত বছর থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কোন্নয়ন হয়েছে তাদের। এ বছরের জুনে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। সেখানে পরমাণু নিরস্ত্রীকরণের ওপর জোর দেওয়া হয়।