যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত ৪, আহত ৪৮

যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে তীব্র শীত ও তুষারঝড়ে অন্তত চার জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

190112132015-03-missouri-winter-storm-0112-exlarge-169মিসৌরি রাজ্যের হাইওয়ে পেট্রোল জানায়, অনেক মানুষ তুষারের কারণে আটকা পড়ে আছে। শনিবার সকালে এক টুইটবার্তায় তারা জানয়, এখন পর্যন্ত ৪৮ জন আহতের খবর পেয়েছেন তারা। ৭২৩টি দুর্ঘটনা ঘটেছে ও ১২৫২ জন বিভিন্ন সড়কে আটকা পড়ে আছেন। সাহায্যের আবেদন করেছেন ২ হাজার ৯৬৮ জন।

সেন্ট লুইসে রেকর্ড ১০ দশমিক ৪ ইঞ্চি তুষার জমা হয়েছে। মিসৌরির অন্য এলাকাগুলোতে এটি আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। কলম্বিয়ায় তুষারের পরিমান ১৫ দশমিক ৫ ইঞ্চি ও হ্যারিসবার্গে ১৭ ইঞ্চি।

সিএনএনের আবহাওয়াবিদ হ্যালি ব্রিংক বলেন, ‘আমরা অনেক শক্তিশালী তুষারঝড়ের শিকার। কানসাস থেকে ১৪০০ মাইল বিস্তৃত হয়ে এটি আঘাত এনেছে। সেন্ট লুইসে গত পাঁচ বছরে এমন আবহাওয়া দেখা যায়নি।

এই মুহূর্তে দেশটির সাড়ে ছয় কোটি মানুষ ঝড়ের সতর্কবার্তার আওতায় আছেন।