ভারতের প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ

‘মোদিকে সরাতে পাকিস্তানের সাহায্য নিচ্ছে কংগ্রেস’

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার ক্ষমতাসীন দল বিজেপি-র জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদিকে সরানোর জন্য পাকিস্তানের সাহায্য নিচ্ছে কংগ্রেস।

nonameনির্মলা সীতারমন বলেন, ‘প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতায় আন্তর্জাতিক মহলে এখন কোণঠাসা অবস্থায় রয়েছে পাকিস্তান। দুনিয়ার একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। দেশে জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দেওয়ার ফল এখন ভোগ করছে পাকিস্তান।’

তিনি বলেন, ‘মোদির নেতৃত্বে সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। সেই সাহসের প্রশংসা না করে বিরোধীরা তার প্রমাণ চেয়েছিল। তার প্রমাণও তাদের দেওয়া হয়েছে। আবার বিরোধীদের মধ্যে কংগ্রসের কিছু নেতা পাকিস্তানে গিয়েছিলেন নরেন্দ্র মোদিকে সরানোর জন্য সাহায্য চাইতে। এই ধরনের নোংরা রাজনীতি করে কংগ্রেস।’নির্মলা সীতারমন

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিজেপি কর্মীদের উচিত মূলত দুটি বিষয় তুলে ধরা। প্রথমত, ‘২০১৪ সাল থেকে দেশে বড় কোনও জঙ্গি হামলা হয়নি। সব হামলার চেষ্টা সীমান্তেই ধ্বংস করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, গত পাঁচ বছরে দেশে কোনও দুর্নীতি হয়নি। এ নিয়ে কোনও জল্পনাও হয়নি। সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রকে হাতিয়ার করেই আমাদের পথ চলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই দেশ উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।’ সূত্র: এনডিটিভি।