অক্টোবরে বিধ্বস্ত লায়ন এয়ার বিমানের ব্ল্যাক বক্সের সন্ধান

গত অক্টোবরে ইন্দোনেশিয়ার জাকার্তা উপকূলে বিধ্বস্ত হওয়া লায়ন এয়ার ফ্লাইটের বিমানটির ব্ল্যাক বক্সে ভয়েস রেকর্ডারের সন্ধান পাওয়া গেছে। সোমবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

_105170761_hi051624433২৯ অক্টোবর জাভা সাগরে বিধ্বস্ত হওয়া জেটি-৬১০ ফ্লাইটটি জাকার্তা বিমানবন্দর থেকে ইন্দোনেশিয়ার দ্বীপ শহর পাঙকাল পিনাঙয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই এলাকার আশেপাশে যারা নৌকায় ছিলেন তারা আকাশ থেকে বিমানটিকে সাগরে পড়তে দেখেছেন। এতে সেখানে থাকা দুই নবজাতক, এক শিশু, দুই পাইলট ও ছয় কেবিন ক্রুসহ ১৮৯ আরোহীর সবার মৃত্যু হয়।

বিমানচালক ফিরে আসার জন্য নিয়ন্ত্রণকক্ষের কাছে অনুমতি চাইছিলো। কিন্তু এরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তদন্তকারী কর্মকর্তারা বলেন, বিমানে কারিগরী ত্রুটি ছিলো।

পানিতে দ্রুতগতিতে আঘাত আনার পর ছিন্নবিচ্ছিন্ন হয়ৈ যায় বিমানটি। এরপর জানা যায়, বিমানটি উড্ডয়নের উপযোগী ছিলো না।  গত নভেম্বরে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। সেখান থেকে ৫০ মিটার দূরেই এবার সন্ধান মিললো কমলা রংয়ের ভয়েস রেকর্ডারের।

তবে রেকর্ডারটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইন্দোনেশিয়ার পরিবহন নিরাপত্তা কমিটির উপপ্রধান হারিও সাতমিকো বলেন , ‘আশা করছি এখনও এটি আমাদের কাজে আসবে।

ইন্দোনেশীয় নৌবাহিনীর মুখপাত্র অগাং নুগ্রহ বলেন, রেকর্ডারটি সমুদ্রের তলদেশের ৮ মিটার গভীরে পাওয়া গেছে। তিনি বলেন কয়েকদিন ধরেই রেকর্ডার থেকে দুর্বল সিগনাল পাচ্ছিলেন তিনি। ভয়েস রেকর্ডারের কাছে দেহাবশেষও মিলেছে বলে জানিয়েছেন নুগ্রহ।