চীনে ভ্রমণ সতর্কতা জারি করেছে কানাডা

চীন ভ্রমণরত নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে কানাডা।  সম্প্রতি মাদক পাচারের অভিযোগে চীনে কানাডার এক নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়ার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার মধ্যে এমন সিদ্ধান্ত নিলো কানাডা।

canada-vs-china-142786এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সরকার হিসেবে এটা আমাদের জন্য খুবই উদ্বেগের। একই সঙ্গে আমাদের আন্তর্জাতিক বন্ধু এবং মিত্র দেশগুলোর জন্যও এটা উদ্বেগজনক হওয়া উচিত যে, চীন নিজেদের ইচ্ছামত মৃত্যুদণ্ড দেয়া শুরু করেছে।

ট্রুডোর এই বক্তব্যের তীব্র নিন্দা  জানিয়েছে চীন।  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, আমরা কানাডাকে বলবো তারা যেন চীনের বিচারিক স্বার্বভৌমত্বকে ও আইনের শাসনকে সম্মান করে। তিনি বলেন, ‘কানাডার উচিত তাদের নাগরিককে সতর্ক করা যেন তারা চীনে মাদকপাচারে ‍যুক্ত না হয়।

কানাডীয় নাগরিকদের সতর্ক করে দেশটির সরকার জানায়, যে কোন সময় নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে। তাই চীনে সফর করার সময় বাড়িত সতর্কতা অবলম্বণ করা উচিত।

সোমবার রবার্ট লিওড শেলেনবার্গ নামের এক কানাডীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেন চীনের একটি আদালত। এর আগে ২০১৮ সালে মাদক পাচারের চেষ্টার অভিযোগে তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছিল একটি নিম্ন আদালত। আপিল আদালত সোমবার এক রায়ে বলেছে, অপরাধের তুলনায় তার আগের শাস্তি অনেক নমনীয় ছিল।

বিশ্লেষক ও মানবাধিকার সংগঠনগুলো জানায়, চীনে পুনরায় বিচারকার্য শুরুর ঘটনা বিরল। বিশেষ করে বড় সাজা পাওয়া আসামিদের ক্ষেত্রে। মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর চীনের পরিচালক সোফি রিচার্ডসন বলেন,‘এই মৃত্যুদণ্ড নিয়ে চীন অনেক প্রশ্নের সম্মুখীণ হবে। কেন নির্দিষ্ট করে কানাডার নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই প্রশ্ন  

রবার্ট লিওড শেলেনবার্গের বিরুদ্ধে অভিযোগ তিনি ২২২ কেজি মেটাফেটামিন মাদক অস্ট্রেলিয়ায় পাচারের চেষ্টা করছিলেন। তার সঙ্গে আরও দুজন চীনা নাগরিককে সাজা দেওয়া হয়েছে। একজনকে যাবজ্জীবন ও আরেকজনকে স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ফলে দুই বছরের জন্য স্থগিত হয়েছে তার মৃত্যুদণ্ড। এই সময়ে ইচ্ছাকৃত কোনও অপরাধ করলে যেকোন সময় মৃত্যুদণ্ড কার্যকর হবে। আর ভালো আচরণের কারণে সেই শাস্তি কমে যাবজ্জীবন কিংবা নির্দিষ্ট বছরে নেমে আসতে পারে।

এর আগে চীনা টেলিকম কোম্পানি হুয়াওয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা মেং ওয়াংঝুকে গ্রেফতারের ফলে কানাডার সঙ্গে চীনে কূটনৈতিক টানাপড়েন শুরু হয়। শেলেনবার্গের মৃত্যুদণ্ডের ঘটনায় তা আরো তীব্র আকার ধারণ করেছে।