ইসরায়েলিদের মালয়েশিয়া প্রবেশে সর্বাত্মক নিষেধাজ্ঞা

ইসরায়েলিদের প্রবেশের প্রশ্নে সর্বাত্মক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। সে দেশে অনুষ্ঠিতব্য বিশ্ব প্যারা সাঁতার প্রতিযোগিতায় ইসরায়েলি প্রতিযোগীদের ওপর নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় এই সিদ্ধান্তের কথা জানালো দেশটি। গত সপ্তাহে ওই প্রতিযোগিতায় ইসরায়েলি সাঁতারুদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেয় মালয়েশিয়ার মন্ত্রিসভা। বুধবার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ সেই সিদ্ধান্তে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেন।

nonameমালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে এমন কোনও আয়োজন তাদের দেশে হবে না, যেখানে ইসরায়েলিদের অংশগ্রহণ রয়েছে। কুয়ালালামপুর ফিলিস্তিন ইস্যুকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বরং মানবিক বিষয় হিসেবে দেখে থাকে।

আগামী ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ সারাওয়াকে অনুষ্ঠিত হবে ২০১৯ সালের বিশ্ব প্যারা সাঁতার চ্যাম্পিয়নশিপ। ৭০টি দেশের প্রতিযোগীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।  তবে ইসরায়েলের সাঁতারুদের ওই প্রতিযোগিতায় অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে মালয়েশিয়া।

সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মালয়েশিয়ার এই সিদ্ধান্তে আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি (আইপিসি) হতাশা প্রকাশ করলেও একটি সমাধান খুঁজে পাওয়ার আশা করছে তারা।

বুধবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলিদের প্রবেশের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞার ঘোষণা দেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘যদি আমরা এরইমধ্যে কোনও আয়োজনের প্রতিশ্রুতি দিয়েও থাকি, তাহলেও তাদের (ইসরায়েলিদের) অনুমতি দেওয়া হবে না। দ্বিতীয়ত, ভবিষ্যতে মালয়েশিয়া এমন কোনও আয়োজন করবে না যেখানে ইসরায়েলের অংশগ্রহণ বা প্রতিনিধিত্ব থাকবে।’

দীর্ঘদিন ধরেই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন দিয়ে আসছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের একনিষ্ঠ সমর্থক তারা। ২০১৭ সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির ঘোষণা দিলে এর প্রতিবাদে মালয়েশিয়ার রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। প্রতিবেশী ইন্দোনেশিয়াতেও জোরালো বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মার্কিন সিদ্ধান্তের অনুসরণে অস্ট্রেলিয়া জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নিলে গত মাসে অস্ট্রেলিয়ার সমালোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, এমনটা করার কোনও অধিকার নেই অস্ট্রেলিয়ার নেই।

বুধবার সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া মালয়েশিয়া অব্যাহত রাখবে। তার ভাষয়, ‘ফিলিস্তিন ইস্যুকে আমরা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি না...এটা মানবিক এবং মানবাধিকার ইস্যুও। এটা নিপীড়িতের পক্ষে লড়াই করার বিষয়।’