বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নজর রাখতে স্যাটেলাইট পাঠাচ্ছে ভারত

বাংলাদেশ ও পাকিস্তানসহ অন্যান্য সীমান্তের নিরাপত্তা জোরদার করতে মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানায় তারা।

isro-satellite-1547785349

বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভূটান ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে ভারতের। মহাকাশ অধিদফতরের সঙ্গে  যৌথভাবে কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের একটি টাস্ক ফোর্স সীমান্তে ব্যবস্থাপনার উন্নয়নের জন্য মহাকাশ প্রযুক্তির অনুরোধ করেছিলো। স্বরাষ্ট্রমন্ত্রী রাজানাথ সিংয়ের অনুমতিক্রমে ইসরো সেই কাজটিই করতে যাচ্ছে।

আগামী পাঁচ বছর ইসরো ও প্রতিরক্ষা মন্ত্রণালয় একযোগে এই কাজ করবে। স্বরাষ্ট্র মন্তণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সীমান্তরক্ষী বাহিনী নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও অভিযান পরিকল্পনা আরও নিখুঁতভাবে করতে পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

স্বলমেয়াদী পরিকল্পনায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এতে করে ভালো ছবি পাবেন এবং দ্রুত গতিসম্পন্ন যোগাযোগ ব্যবস্থা থৈরি হবে।

মধ্যবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  জন্য একটি স্যাটেলাইট পাঠানো হবে। আর দীর্ঘমেয়াদ মন্ত্রণালয় স্থলভাগে সেনাদের সেভাবেই প্রস্তুত করবে যেন তারা এই প্রযুক্তিগত সুবিধা নেওয়ার ক্ষেত্রে সক্ষম হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রত্যন্ত এলাকায় স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতয়েন করা যাবে। ভারতীয় আঞ্চলিক স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে জিপিএস ব্যবহার করা যাবে।