পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ তালেবানের

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে আফগান তালেবান। ইতোপূর্বে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছিল, এ ধরনের আলোচনা পুনরায় শুরুর জন্য তালেবান প্রস্তুত রয়েছে। এতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমাই খলিলজাদ-এর সঙ্গে ইসলামাবাদে এ আলোচনা অনুষ্ঠিত হবে। তবে সংবাদমাধ্যমের এমন প্রতিবেদনের সত্যতা নাকচ করে দিয়ে দলটি। একইসঙ্গে আফগান সরকারের সঙ্গে সরাসরি কোনও আলোচনায় বসতে নিজেদের অস্বীকৃতির কথাও জানিয়ে দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

Afghan Talibanআফগান সরকারকে যুক্তরাষ্ট্রের পুতুল মনে করে তালেবান। তারা মনে করে, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া আফগান সরকারের পক্ষে কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমাই খলিলজাদ।

তালেবানের শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন, পাকিস্তানের আঞ্চলিক পর্যায়ের নেতারা তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। এই আলোচনায় আফগান সরকারকেও যুক্ত করার কথা বলা হয়েছে। তবে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান।