টানা চারদিন অচল জম্মু-শ্রীনগর মহাসড়ক

ভারতের বিরোধপূর্ণ রাজ্য কাশ্মিরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-কাশ্মির মহাসড়ক টানা চারদিন ধরে বন্ধ রয়েছে। ভারী বৃষ্টি ও বরফপাতের কবলে পড়ে বুধবার বন্ধ হয়ে যায় মহাসড়কটি। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৭০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে কবে নাগাদ মহাসড়কটি সচল হবে তা স্পষ্ট করতে পারেননি তিনি।noname

ভারতীয় পুলিশের মহাপরিদর্শক (ট্রাফিক) অলোক কুমার দেশটির বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব মহাসড়কটি সচল করার চেষ্টা চালানো হচ্ছে।

সব মৌসুমে কাশ্মিরের সঙ্গে পুরো ভারতের সঙ্গে যোগাযোগ সৃষ্টিকারী এই মহাসড়কটির রামবান ও বানহালের মধ্যবর্তী এলাকার ১২টির বেশি স্থানে ভূমিধ্বসে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া কুলগ্রাম জেলার জাওয়ার টানেল থেকে বরফ সরানোর কাজ চলছে।

ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান,‘গত কয়েকদিনের ভারী বর্ষণে মহাসড়কটির পেদা, শেরবিবি, দিগদোল, মারুগ, আনোকিফল, পানথিয়াল, নাসরি, খুনি নাল্লাহ এবং গাংরাসু এলাকা বড় ধরণের ভূমিধসের কবলে পড়েছে’।  তিনি বলেন নতুন  ভূমি ধস এবং পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের কারণে মহাসড়ক সচলের কাজ ব্যাহত হচ্ছে।

বানিহাল ও শয়তানি নাল্লাহ থেকে বরফ সরানো হলেও রাস্তা এখনও পিচ্ছিল হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।