ভারতীয় বিমান বাহিনীর দুই বিমানে সংঘর্ষ, পাইলটের প্রাণহানি

ভারতীয় বিমান বাহিনীর দুইটি বিমান ভূপাতিত হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি খবর দিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টার কিছু আগে ব্যাঙ্গালুরুতে সংঘর্ষের পর বিমান দুটি বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর সূর্য কিরণ অ্যারোবেটিক টিমের প্রদর্শনী (অ্যারো ইন্ডিয়া শো) শুরুর আগের দিনে বিমান দুটি বিধ্বস্ত হলো। বিমানে থাকা তিন পাইলটের একজনের মৃত্যু হয়েছে।
noname

১৯৯৬ সাল থেকে ব্যাঙ্গালুরুতে এয়ারো প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে এবারের প্রদর্শনী চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এরইমধ্যে সূর্য কিরণ অ্যারোবেটিক টিমের  কসরত দেখতে তৈরি হয়েছে  গোটা দেশ। পাঁচ দিনের এই  প্রদর্শনী উপভোগ করতে হাজির হয়েছেন বহু মানুষ। এরইমধ্যে দুই বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানা গেল।

এনডিটিভি জানিয়েছে, সকাল ১১টা  ৫০ মিনিট নাগাদ সূর্য কিরণ অ্যারোবেটিক্স টিমের দুই বিমানের মধ্যে সংঘর্ষ হয়।  দুটি বিমানে পাইলট ছিলেন তিনি জন। তাদের  মধ্যে  দুজনকে নিরাপদে বের করে  আনা সম্ভব হয়েছে। অন্য জনের সম্পর্কে কোনও  তথ্য পাওয়া  যায়নি, তার মৃত্যু হয়েছে  বলে আশঙ্কা করা হচ্ছে। 

একটি ভিডিওচিত্রে ভূপাতিত হওয়া বিমান থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

শেষবার  এয়ারো প্রদর্শনী হয়েছিল ২০১৭ সালে। গত বছর অজানা কারণে এই প্রদর্শনী হয়নি।