বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আদিবাসী ভাষা সংরক্ষণের তাগিদ জাতিসংঘের

এ বছর বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে আদিবাসী ভাষার সুরক্ষার প্রশ্নকে সামনে এনেছে জাতিসংঘ। ইউনেস্কো এ বছর দিবসটি পালনের প্রতিপাদ্যে বলছে, ‘আদিবাসীদের ভাষার উন্নয়ন, শান্তিরক্ষা এবং সমঝোতার জন্য জরুরি।’WBTnOVC7qqta06gXHeKsQ5-TzJaWbCG8FDipTy7O5mhEhOmKaPzqAsMoxms09cXzGBpNLkbv0ZDHVKHSF4zZ8IYDnLHI6dxObjJTITFSIzUdNH6nRcEO-7_eR-iu528n
বাংলাদেশের ভাষা শহিদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায় ১৯৯৯ সালে। সেই থেকে ইউনেস্কোর উদ্যোগে ভাষার বৈচিত্র্য রক্ষায় সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে। ২০১৯ সালকে ইউনেস্কো পালন করছে ‘আদিবাসী ভাষা’র বছর হিসেবে। সে কারণেই এ বছরের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ আদিবাসীদের ভাষা সংরক্ষণের দাবির সঙ্গে মিশে গেছে।
ইউনেস্কো তাদের আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২০১৯ সালকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভাষা রক্ষার উদ্দেশে ঘোষিত বছর ঘোষণার সম্পর্ক উল্লেখ করে একটি প্রবন্ধ উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘের ওমবাডসম্যান এবং মেডিয়েশন সার্ভিস মজার একটি আয়োজন করেছে। তারা বিশ্বের সব ভাষাভাষী মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, স্ব স্ব ভাষায় শান্তি, সহঅবস্থান, সংঘাত নিরসন, একাগ্রতা, নিষ্ঠা ও মঙ্গলের বিষয়ে প্রবাদ বাক্য লিখে পাঠাতে। এসব প্রবাদ বাক্য বাছাই করে পরে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।